খেলাধুলা, ফুটবল

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের তিনটা হোম ম্যাচই হবে সিলেটে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ৮ই জুলাই ২০২০ ০৩:২০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী, ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠের তিনটি ম্যাচই হবে সিলেটে।

বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশের আছে চার ম্যাচ। এর মধ্যে তিনটি হোম আর একটি অ্যাওয়ে। ৮ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল বাফুফে।

এছাড়া ১৩ অক্টোবর কাতারের সঙ্গে খেলা হবে দোহায়। ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত ও ওমানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটিও এবার সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এখন মাঠে দর্শক থাকবে কি না সে বিষয়ে ফিফার গাইড লাইনের অপেক্ষায় দেশের ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন