ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী, ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠের তিনটি ম্যাচই হবে সিলেটে।
বাছাইয়ের গ্রুপ পর্বে বাংলাদেশের আছে চার ম্যাচ। এর মধ্যে তিনটি হোম আর একটি অ্যাওয়ে। ৮ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল বাফুফে।
এছাড়া ১৩ অক্টোবর কাতারের সঙ্গে খেলা হবে দোহায়। ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত ও ওমানের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটিও এবার সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এখন মাঠে দর্শক থাকবে কি না সে বিষয়ে ফিফার গাইড লাইনের অপেক্ষায় দেশের ফুটবল ফেডারেশন।