খেলাধুলা, ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠিত

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জন এফ কেনেডি সেন্টারের ঝলমলে আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র। ফিফা ৪৮টি দলকে মোট ১২টি গ্রুপে ভাগ করেছে, যেখানে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে গ্রুপ 'আই'।

আই গ্রুপে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে আর্লিং হ্যালান্ডের নরওয়ে। দলের শক্তিমত্তার চেয়েও এই দুই তারকা স্ট্রাইকারের দ্বৈরথই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। ড্র অনুষ্ঠানে আরেকটি চমক ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান।

 

অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে গত আসরে সৌদি আরবের বিপক্ষে অঘটনের কথা মাথায় রেখেই মাঠে নামবে মেসি-ডি পলরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে কলম্বিয়া ও উজবেকিস্তানের সাথে, যদিও তাদের গ্রুপের আরেকটি দল এখনো নির্ধারিত হয়নি।

 

ব্রাজিল পড়েছে কিছুটা চ্যালেঞ্জিং গ্রুপে, যেখানে তাদের অন্যতম প্রতিপক্ষ গত আসরের চমক মরক্কো। এছাড়া হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও লড়তে হবে সেলেসাওদের। এবারের আসরে তথাকথিত ‘ডেথ গ্রুপ’ না থাকলেও গ্রুপ 'এল'-এ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার লড়াই বেশ জমজমাট হতে পারে। সব মিলিয়ে ১৮৮ দিন আগেই এই ড্র জানিয়ে দিলো কেমন হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন