আন্তর্জাতিক

ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে ফিফার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম 'ফিফা শান্তি পুরস্কার'-এ ভূষিত করা হয়েছে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে "শান্তি ও ঐক্য প্রসারে ব্যতিক্রমী ও অসাধারণ পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ" এই সম্মাননা তুলে দেন।

কেন্দ্রে অবস্থিত কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাম্প পুরস্কার গ্রহণ করে দাবি করেন, এই সম্মান তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন এবং তাঁর প্রচেষ্টায় "এখন বিশ্ব আরও নিরাপদ স্থান"। তিনি বিশেষত কঙ্গো, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়ানো বা শেষ করার কথা উল্লেখ করেন। যদিও সমালোচকরা তাঁর এই শান্তি প্রতিষ্ঠার দাবিগুলিকে বিতর্কিত বলে মনে করেন এবং গাজা বা ইউক্রেন সংঘাতের মতো ক্ষেত্রে তাঁর মধ্যস্থতা একপেশে ও অকার্যকর বলে সমালোচিত হয়েছে।

 

ইনফান্তিনো ট্রাম্পকে ঘনিষ্ঠ ক্রীড়া সহযোগী হিসেবে উল্লেখ করে তাঁর প্রশংসা করেন। এই পুরস্কার "অবিচল প্রতিশ্রুতি এবং বিশেষ কাজের মাধ্যমে শান্তির মাধ্যমে মানুষকে একত্রিত করতে সাহায্যকারী ব্যক্তিদের জন্য" বলে ফিফা জানিয়েছে। তবে পুরস্কার প্রাপক নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই পুরস্কার ট্রাম্পের রাজনৈতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি মজবুত করার দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন