আন্তর্জাতিক, এশিয়া

ফিলিপাইনের জাহাজ তাড়াতে গিয়ে নিজেদের যুদ্ধজাহাজকেই ধাক্কা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ১২:৩৪:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি জাহাজকে তাড়া করতে গিয়ে নিজেদেরই একটি যুদ্ধজাহাজকে সজোরে ধাক্কা দিয়েছে চীনের কোস্টগার্ডের একটি জাহাজ। সোমবার (১১ই আগস্ট) বিতর্কিত স্কারবোরো শোল এলাকায় এই ঘটনা ঘটে বলে ফিলিপাইনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় চীনের যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির তথ্যমতে, ফিলিপাইনের কোস্টগার্ড যখন সেখানকার জেলেদের ত্রাণ বিতরণ করছিল, তখন চীনের কোস্টগার্ডের জাহাজটি তাদের তাড়া করে। এই সময় একটি 'ঝুঁকিপূর্ণ কৌশল' নিতে গিয়ে চীনা কোস্টগার্ডের জাহাজটি তার চেয়ে বড় আকারের একটি চীনা যুদ্ধজাহাজের সামনের ডেকে সজোরে ধাক্কা মারে। একটি ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের জাহাজকে লক্ষ্য করে জলকামান ছোড়ার পর চীনা কোস্টগার্ডের জাহাজটি হঠাৎ মোড় নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়।

 

ফিলিপাইনের কোস্টগার্ডের কমোডোর জে ট্যারিয়েলা জানিয়েছেন, এই সংঘর্ষের ফলে চীনের যুদ্ধজাহাজটি সমুদ্রে চলার অযোগ্য হয়ে পড়েছে এবং এর ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, "আমরা চীনের কর্তৃপক্ষকে বারবার এই ধরনের বেপরোয়া আচরণ থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আহ্বান জানিয়েছি।"

 

অন্যদিকে, চীন এই সংঘর্ষের বিষয়টি স্বীকার করলেও নিজেদের জাহাজের মধ্যেকার দুর্ঘটনার কথা উল্লেখ করেনি। বেইজিং এক বিবৃতিতে উল্টো ফিলিপাইনের বিরুদ্ধে তাদের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এনেছে। চীনের কোস্টগার্ড দাবি করেছে, তারা আইন মেনেই ফিলিপাইনের জাহাজকে হটিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।


সূত্র: বিবিসি
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন