ইসরায়েল ঘোষণা করেছে যে, আগামী কয়েক দিনের মধ্যেই মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে। তবে কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এই সীমান্ত পথটি ‘শুধুমাত্র’ সেইসব ফিলিস্তিনিদের জন্য উন্মুক্ত থাকবে, যারা গাজা ছেড়ে চলে যেতে চান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলের ‘কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ’ (COGAT) বিষয়টি নিশ্চিত করেছে।
ওই পোস্টে জানানো হয়, ক্রসিং দিয়ে গাজা ত্যাগের বিষয়টি মিসরের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করা হবে। তবে এ ক্ষেত্রে কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যারা গাজা ছাড়তে ইচ্ছুক, তাদের অবশ্যই ইসরায়েলের কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র বা অনুমোদন পেতে হবে। এছাড়া পুরো স্থানান্তর প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাফাহ ক্রসিং খোলার এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নেওয়া হয়নি। বরং এটি অবরুদ্ধ গাজা উপত্যকাকে জনশূন্য করার একটি পরিকল্পিত কৌশল।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এনএসএফ