আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এটি বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সের রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী।

লন্ডন এবং মরক্কোজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের পাশাপাশি স্টকহোম ও প্যারিসের এই সমাবেশগুলোতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হয়।

 

সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেনপ্ল্যান স্কয়ারে বিভিন্ন সুশীল সমাজের আহ্বানে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা গাজায় ইসরায়েলের 'যুদ্ধাপরাধ' বন্ধ করার জন্য সুইডিশ সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লেস দে লা রিপাবলিক চত্বরে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন। তাদের সবার মুখে ছিল একই দাবি গাজায় ইসরায়েলি 'গণহত্যা' অবিলম্বে বন্ধ করতে হবে।

 

বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

 

এই বিক্ষোভগুলো প্রমাণ করে যে, গাজায় সংঘাত বন্ধের দাবি বিশ্বজুড়ে ক্রমশ জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষ নিজ নিজ সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন