আন্তর্জাতিক, এশিয়া

ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিহত করতে পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিহত করার লক্ষ্যেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি অর্থমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নতুন এই সিদ্ধান্তের ফলে গত তিন বছরে অনুমোদিত মোট বসতির সংখ্যা ৬৯এ পৌঁছাল।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসের প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদন করেছে। এতে পশ্চিম তীরের বাইবেলে উল্লেখিত নাম ব্যবহার করে বলা হয়, ‘জুডিয়া ও সামারিয়ায় ১৯টি নতুন বসতি আনুষ্ঠানিকীকরণ ও ঘোষণার প্রস্তাব গৃহীত হয়েছে।’ তবে সিদ্ধান্তটি ঠিক কবে নেওয়া হয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

 

আন্তর্জাতিক আইনের আওতায় পশ্চিম তীরের এসব বসতি অবৈধ বলে বিবেচিত হয়। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ২০১৭ সালের পর থেকে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের ওই প্রতিবেদনের মাত্র কয়েক দিন পরেই নতুন করে এসব বসতি অনুমোদনের ঘোষণা দিল ইসরায়েল।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন