একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র পরিত্যাগ করবে না হামাস। শনিবার (২রা আগস্ট) গাজায় যুদ্ধ বন্ধের অন্যতম প্রধান ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে এ ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, "যতদিন পর্যন্ত দখলদারিত্ব থাকবে, ততদিন প্রতিরোধ বৈধ অধিকার। আমাদের জাতীয় অধিকার সম্পূর্ণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই অধিকার ত্যাগ করা যাবে না।"
বিবৃতিতে আরও বলা হয়, তাদের প্রধান দাবি হলো জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই দাবি পূরণ হলেই কেবল তারা নিরস্ত্র হওয়ার বিষয়টি বিবেচনা করবে।
গত সপ্তাহে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিনিময়ে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এর মধ্যেই হামাসের পক্ষ থেকে এই কঠোর বার্তা এল।
হামাসের এই অবস্থান ইসরায়েলের দীর্ঘদিনের দাবির সম্পূর্ণ বিপরীত। ইসরায়েল যুদ্ধবিরতির যেকোনো স্থায়ী চুক্তির পূর্বশর্ত হিসেবে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ দাবি করে আসছে।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/এমএআর