গত ১৭ বছরে দেশে উন্নয়নের যে ফিরিস্তি স্বৈরাচারী হাসিনা সরকার দিয়েছে, তা এই পাহাড়ে না আসলে বোঝা যাবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (৯ই জুলাই) দুপুরে রাঙ্গামাটিতে 'পাহাড়ের গোল্ডেন গার্ল' খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মাকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বিএনপি সবসময় ঋতুপর্ণার পরিবারের পাশে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে ঋতুপর্ণার মায়ের অসুস্থতার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী, ঋতুপর্ণার মায়ের চিকিৎসার সম্পূর্ণ খরচ বিএনপি বহন করবে।
এ সময় রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মায়ের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। এই সহায়তার জন্য ঋতুপর্ণার মা বসুমতি চাকমা বিএনপি পরিবার ও তারেক রহমানকে ধন্যবাদ জানান।
ডিবিসি/এএমটি