রাইডার পার্টনারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও টিম স্পিরিট বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ (পিআরপিএল) ২০২৫’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।
গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনভর এই উৎসবমুখর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২০২৩ সালে সফলভাবে প্রথম আসর আয়োজনের পর এটি ছিল ফুডপ্যান্ডার রাইডারদের নিয়ে আয়োজিত দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট। রাইডারদের নিয়ে গড়ে ওঠা বিশাল কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে রাইডারদের নিয়ে ফুটবল টুর্নামেন্টও আয়োজন করেছিল ফুডপ্যান্ডা।
এবারের আসরে ঢাকার বিভিন্ন জোনের প্রতিনিধিত্বকারী মোট আটটি দল অংশ নেয়। দলগুলো হলো- গুলশান ফাইটার্স, উত্তরা সুপার জায়ান্টস, মিরপুর গ্ল্যাডিয়েটরস, লালবাগ-ওয়ারী কিংস, বসুন্ধরা ওয়ারিয়র্স, বেইলি রোড নাইট রাইডার্স, নারায়ণগঞ্জ বুলস এবং ধানমন্ডি ব্লাস্টার্স।
নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাতটি রোমাঞ্চকর ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় গুলশান ফাইটার্স ও মিরপুর গ্ল্যাডিয়েটরস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মিরপুর গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুলশান ফাইটার্স।
চ্যাম্পিয়ন দলকে নগদ ৪০,০০০ টাকা এবং রানার্সআপ দলকে নগদ ২৫,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া হয় বিশেষ পুরস্কার। পুরো টুর্নামেন্টে সেরা পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’-কে ডংজিন-এর সৌজন্যে একটি ই-বাইক উপহার দেওয়া হয়। পাশাপাশি সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়। রাইডারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সকল সদস্যকে ‘বিমাফাই’-এর পক্ষ থেকে এক বছরের ফ্রি ইন্স্যুরেন্স প্যাকেজ দেওয়া হয়।
আয়োজনটি সম্পর্কে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৫ আমাদের রাইডারদের প্রতিদিনের কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াস। খেলাধুলার মাধ্যমে আমরা তাদের মধ্যে দলগত চেতনা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে চাই। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ একটি শক্তিশালী ও সংহতিপূর্ণ রাইডার কমিউনিটি গড়ে তুলতে সহায়ক হবে।
ডিবিসি/এসএফএল