বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়েছে। তার ফুসফুসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেয়ার জন্যই মেডিক্যাল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মেডিকেল বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, গত কয়েক দিনের পরীক্ষায় তার শ্বাসকষ্ট বৃদ্ধি, রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াসহ বেশ কিছু জটিলতা ধরা পড়ে। প্রাথমিকভাবে তাকে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনে চিকিৎসা দেয়া হলেও এখন ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হচ্ছে।
মেডিক্যাল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কোনো গুজব বা ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
ডিবিসি/এএমটি