আন্তর্জাতিক, অন্যান্য

ফেইসবুকের রং নীল কারণ মার্ক জাকারবার্গ কালার ব্লাইন্ড (লাল-সবুজ দেখেন না)!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের লোগো বা অ্যাপের দিকে তাকালে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীল রঙ। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন ফেসবুকের থিম কালার হিসেবে নীলকেই বেছে নেওয়া হলো? সাধারণত বড় বড় কোম্পানিগুলো রঙের মনোবিজ্ঞান বা মার্কেটিং স্ট্র্যাটেজি বিবেচনা করে ব্র্যান্ডের রঙ ঠিক করে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যক্তিগত। এর পেছনের মূল কারণটি হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চোখের দৃষ্টিশক্তিজনিত একটি বিশেষ অবস্থা।

মার্ক জাকারবার্গ ‘কালার ব্লাইন্ড’ বা বর্ণান্ধ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘রেড-গ্রিন কালার ব্লাইন্ডনেস’। অর্থাৎ, তিনি লাল এবং সবুজ রঙের পার্থক্য ঠিকমতো বুঝতে পারেন না। 

 

২০১০ সালে বিখ্যাত ম্যাগাজিন ‘দ্য নিউ ইয়র্কার’-কে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে জাকারবার্গ নিজেই এই তথ্য প্রকাশ করেছিলেন। যখন ফেসবুক তৈরি করা হচ্ছিল এবং এর প্রাথমিক ডিজাইন দাঁড় করানো হচ্ছিল, তখন এমন একটি রঙের প্রয়োজন ছিল যা জাকারবার্গ সবচেয়ে স্পষ্টভাবে এবং কোনো বিভ্রান্তি ছাড়াই দেখতে পান।

 

সেই সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ স্পষ্টভাবেই বলেছিলেন, ‘নীল আমার কাছে সবচেয়ে সমৃদ্ধ রঙ। আমি নীলের সবকিছু দেখতে পাই।’ তার চোখের এই সীমাবদ্ধতার কারণেই ফেসবুকের পুরো ইন্টারফেস, লোগো এবং ব্র্যান্ডিংয়ে নীলের আধিপত্য রাখা হয়েছে। 

 

লাল বা সবুজের শেডগুলো তার চোখে ঝাপসা বা ধূসর মনে হতে পারে, কিন্তু নীল রঙটি তার কাছে ছিল স্বচ্ছ এবং পরিষ্কার। ফলে, কোনো জটিল মার্কেটিং গবেষণা ছাড়াই শুধুমাত্র নির্মাতার দেখার সুবিধার জন্য নীল হয়ে ওঠে ফেসবুকের পরিচয়।

 

আজও ফেসবুকের ডিজাইনে এবং ফিচারে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন এলেও এর মূল রঙ নীলই রয়ে গেছে। এটি সত্যিই কৌতূহলউদ্দীপক যে, বিশ্বের কোটি কোটি মানুষের ব্যবহৃত এই প্ল্যাটফর্মটির রঙ আসলে একজন মানুষের ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতার ফল। জাকারবার্গের সেই ব্যক্তিগত সিদ্ধান্তটি আজ নীল রঙকে বিশ্বজুড়ে বিশ্বাস এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সমার্থক প্রতীকে পরিণত করেছে।

 

সূত্র: মিডিয়াম.কম

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন