খেলাধুলা, অন্যান্য খেলা

ফেদেরারকে হারিয়ে ফাইনালে জকোভিচ

ফরিদা বক্তেয়ারা

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে জানুয়ারী ২০২০ ০১:৪৯:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেদেরারকে হারিয়ে ফাইনালে জকোভিচ।

সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। ক্যারিয়ারের সতেরতম গ্র্যান্ড স্ল্যাম জয়ে জকোর প্রতিপক্ষ হতে পারেন ডমিনিখ থিয়েম কিংবা আলেকজান্দ্রার জেভরেভ।

৫০তম বারের মতো মুখোমুখি ফেডেক্স ও নোভাক জকোভিচ। শুরুতেই মহাকাব্যিক ফাইনালের মতোই ছড়িয়েছে রোমাঞ্চ। প্রথম সেটের শুরুতেই এগিয়ে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস রাজপুত্র। 

পিছিয়ে পড়লেও ফাইট ব্যাক সার্বিয়ান সুপার স্টার নোভাক জকোভিচের। টাই করে জেতেন ৭-১ গেমে। সেট শেষে মেডিক্যাল টাইমআউট নেন ফেডেক্স। কোয়ার্টার ফাইনালে টেনিস সেন্ডগ্রিনের বিপক্ষে ম্যাচ জিতলেও গ্রোইন ইনজুরিতে পড়েন সুইস তারকা। সেমিফাইনালে সেই ইনজুরিই প্রতিপক্ষ হয়ে জেকে বসে ভালোমতো।

পরের দুই সেটে কাবু ইনজুরি হিট রাইভাল ফেডেক্সকে। ৩৮ বছর বয়সি টেনিস রাজপুত্রের হার ৬-৪, ৬-৩ গেমে। ২ ঘন্টা ১৮ মিনিটের লড়াই শেষে বিদায় ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারের। ২০১২র পর গ্র্যান্ড স্ল্যামে দুই মেগা স্টারের লড়াইয়ে অপরাজিত জোকোভিচ। 

ক্যারিয়ারের ২৬ত গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।ওপেন এরায় কোন স্পেসেফিক গ্র্যান্ড স্ল্যামের সবচেয়ে বেশি আটবারের ফাইনালিস্টও  জোকো। জকোভিচের ভালোবাসার কোর্ট মেলবোর্ন পার্কে শিরোপা জিতলেই গড়বেন রেকর্ড।

আরও পড়ুন