বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে ক্ষত

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৭ই সেপ্টেম্বর ২০২৪ ১১:১২:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাম্প্রতিক বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। টানা বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী জেলায় প্রায় ১০ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছিল। তবে বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।

ফেনীর ছয়টি উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার জনগণ ভয়াবহ এ বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় জেলার ছয়টি উপজেলায় রোপা আমান, সবজি ক্ষেত, বিজতলা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। মানুষের বাড়ি-ঘরে পানি উঠায় আসবাবপত্র, গৃহস্থালিসহ সকল প্রকার মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এমনকি মানুষের গোলায় রাখা ধান-চাল-ডাল পানিতে ভেসে গেছে।

বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামীণ সড়কের। আঞ্চলিক সড়কসহ গ্রামের প্রায় সড়ক এখন খানাখন্দকে ভরপুর। এসব সড়ক দিয়ে চলাচল এখন কষ্টসাধ্য ব্যাপার।

জেলাব্যাপী মাছের ঘের এবং পুকুরের মাছ সম্পূর্ণ ভেসে গেছে। কোনো কোনো স্থানে কৃষকের গবাদি পশু ভেসে গিয়েছে। কিছু গবাদি পশু রক্ষা করা গেলেও এখন গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। উপজেলায় মুরগির খামার সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে।

তবে বন্যার পানি কমে যাওয়ার পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মানুষ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি বছরের ০২ জুলাই টানা ৪/৫ দিনের অতি বর্ষণে অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফা ব্যাপক বন্যা সৃষ্টি হয়। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফা এবং ২০ তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যায় কবলিত হয় ফেনীর সব উপজেলার মানুষজন।

ডিবিসি/ এনএম 

আরও পড়ুন