বাংলাদেশ, জেলার সংবাদ

ফেনীর কয়েকটি উপজেলায় পানির জন্য হাহাকার

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে মে ২০২৫ ১০:১৯:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রচণ্ড তাপপ্রবাহ আর অনাবৃষ্টিতে পানিশূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কয়েকটি উপজেলা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কয়েকটি উপজেলায় প্রায় ৮০ শতাংশ নলকূপে পানি নেই। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকে পুকুর বা ডোবার পানি ফুটিয়ে পান করছেন। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

সুপেয় পানির আশায় কল চাপছেন ফেনীর ফুলগাজী উপজেলার শরীফপুর গ্রামের বাসিন্দা সিরাজ উদ-দৌলা। কিন্তু মিলছে না পানি। একই চিত্র পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঁঞা ও সদর উপজেলার অধিকাংশ নলকূপেরই। পানি জোগাড়ে দূর-দূরান্তে ছুটছেন গ্রামবাসী। এতে অনেকে পুকুর অথবা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে ডায়রিয়াসহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। 

 

তীব্র তাপপ্রবাহ, বৃষ্টি না হওয়া ও সাবমারসিবল নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পুকুর, খাল ও জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয়রা। পানির স্তরের কথা চিন্তা করে ভবিষ্যতে বরাদ্দ বাড়িয়ে গভীর নলকূপ স্থাপনের কথা জানান নির্বাহী প্রকৌশলী। জেলার ৬ উপজেলায় আছে প্রায় ২ লাখ নলকূপ। এর মধ্যে প্রায় দেড়লাখ নলকূপেই সমস্যা। জনসাধারণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন