ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তরা বেঁচে থাকার এক নতুন যুদ্ধে নেমেছেন।
বন্যাকবলিতদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্যের প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা যায়, ফেনীর তিনটি উপজেলার বন্যাকবলিত হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে নতুন করে নেমেছে বেঁচে থাকার যুদ্ধে। ঘরে ফিরে নতুন সংকটে পড়েছে দুর্গত এলাকার বাসিন্দারা। কর্দমাক্ত ঘরবাড়ি, ভাঙাচোরা আসবাবপত্র আর পচে যাওয়া খাদ্যসামগ্রী নিয়ে শুরু হয়েছে বেঁচে থাকার নতুন লড়াই। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ নেই, অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে মানবেতর দিন পার করছে।
ডিবিসি/কেএলডি