বাংলাদেশ, রাজনীতি

ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে: ডা. শফিকুর রহমান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি ও দুঃখ নিরসনে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দান করেন—আমরা জানি, এ বিষয়ে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। আমরা তাদের শ্রদ্ধা করি এবং আশা করি তারাও আমাদের শ্রদ্ধা করবেন। তাদের সঙ্গে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে আমরা এর একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব, ইনশাআল্লাহ।"

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, "আমরা একটি '৩৬ জুলাই' পেয়েছিলাম বলেই আজ সবাই এখানে সমবেত হতে পেরেছি। ৩৬ জুলাইয়ের আগে এ ধরনের কোনো দৃশ্য আমরা কল্পনাও করতে পারিনি। তখন গোটা দেশ রক্ত আর লাশে ভরে গিয়েছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তারা যে খুনের তাণ্ডব শুরু করেছিল—ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দকে হত্যা, আলেম-ওলামা, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যদের হত্যার মাধ্যমে তারা এক খুনের রাজত্ব কায়েম করেছিল।"

 

তিনি বলেন, “ফেনীবাসী, আপনারা ছিলেন আরও বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাসের মধ্যে। এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না। তারপরও আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। সন্ত্রাসীদের লাল চশমাকে পরোয়া করেননি। আপনারা এবং আপনাদের বুকের সন্তানরা রাস্তায় নেমে এসেছিলেন। পুরো জুলাইজুড়ে আন্দোলন করেছেন। আগস্টের ৫ তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন। এখানে মহিপালে ১২ জন আমাদের সহযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান রবের দরবারে দোয়া করছি—আল্লাহ তায়ালা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন।”

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন