আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার দল ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে চায়।
সোমবার (১লা সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরাসহ দলের শীর্ষ নেতারা শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে। তিনি আরও যোগ করেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।
ডিবিসি/এনএসএফ