বাংলাদেশ, জাতীয়

ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, আশা বিএনপির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুলাই ২০২৫ ১২:২৮:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিবে এমনটাই আশা বিএনপির। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে সিলেটের হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

 

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে। 

 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। 

 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  থাকছে জনসভা ও জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠান।  এসব আয়োজনে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন