বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় কিছু অসঙ্গতি রয়েছে এবং বিএনপি এটি সংশোধন করে নিজেদের মতামত পেশ করবে।
মঙ্গলবার (১৯শে আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, ঐকমত্যের অনেক বিষয় অধ্যাদেশ জারি এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, জুলাই সনদের বিধান বা ব্যাখ্যা সংক্রান্ত কোনো বিষয় চূড়ান্ত মীমাংসার জন্য আপিল বিভাগে ন্যস্ত করা যুক্তিযুক্ত নয়। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তিনি।
ডিবিসি/আরএসএল