বাংলাদেশ, রাজনীতি

ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের বিষয়ে ঐকমত্যে সন্তুষ্ট বিএনপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই জুন ২০২৫ ০৮:২৮:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সবাই আনন্দিত।

আজ শুক্রবার (১৩ই জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল অনিশ্চয়তা পাশ কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।

 

প্রসঙ্গত, শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।

 

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন