জম্মু ও কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও পাকিস্তানের বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ই আগস্ট) রাতে অনুপ্রবেশের চেষ্টার সময় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদন করেছে এনডিটিভি।
বলা হচ্ছে, ভারতীয় সৈন্যরা অনুপ্রবেশের চেষ্টাকারীদের বাধা দেয়ার পরই বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলিবিনিময়ে অঙ্কিত এবং বানোথ অনিল কুমার নামে দুইজন মারাত্মক আহত হন। পরে তাদের মধ্য থেকে একজন মারা যান। প্রতিবেদনে আরও জানানো হয়, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হলেও অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।
একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সিপাহী বনোথ অনিল কুমারের সর্বোচ্চ আত্মত্যাগকে তারা সম্মান জানাচ্ছে। তিনি জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন।
জম্মু ও কাশ্মীরে পহেলগাম হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের সংঘাত শেষে যুদ্ধবিরতি হয়। সেই থেকে এটিই প্রথম বড় কোনো গুলিবিনিময়ের ঘটনা।
তথ্যসূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএআর