ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫শে জুলাই) ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরা অংশ নেবেন।
সোমবার (২১শে জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এমন এক সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন ইউরোপের তিন দেশ - ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি - তেহরানকে সতর্ক করে বলেছে যে, যদি আলোচনা পুনরায় শুরু না হয়, তাহলে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হতে পারে।
সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার এক মাস পরই এই আলোচনার ঘোষণা এলো। ইউরোপের 'থ্রি নেশনস' (ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) এর পররাষ্ট্রমন্ত্রীরা এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলার পরই এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিবিসি/আরএসএল