জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনী প্রচারণার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই বিশেষ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি অত্যন্ত আশাবাদী। বৃহস্পতিবার থেকে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। তিনি জানান, শুভাকাঙ্ক্ষীদের অনুদানেই এখন পর্যন্ত তাদের কার্যক্রম এগিয়ে চলছে, তবে প্রচারণার এই মূল পর্বে অনুদান ও সার্বিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। দেশ নিয়ে তার স্বপ্ন বাস্তবায়নে তিনি সবার দোয়া, সহযোগিতা এবং সরাসরি অংশগ্রহণ কামনা করেছেন।
আখতার হোসেন তার পোস্টে সমর্থকদের লিফলেট, ব্যানার, ফেস্টুন তৈরি এবং উঠান বৈঠক আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নতুন আইডিয়া দিয়ে সাহায্যের অনুরোধ জানান। তিনি প্রবাসীদের পাশাপাশি কাউনিয়া-পীরগাছা ও দেশের সকল শুভাকাঙ্ক্ষীকে সামর্থ্য অনুযায়ী সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ অনুদান প্রদানের আহ্বান জানান।
আর্থিক সহায়তার সুবিধার্থে তিনি তার পোস্টে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ ও নগদ পার্সোনাল নম্বর উল্লেখ করেছেন। একটি সুন্দর ও নতুন বাংলাদেশের প্রত্যাশায় তিনি এই কঠিন লড়াইয়ে সবার সক্রিয় সমর্থন ও দোয়ার মাধ্যমে সফল হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডিবিসি/এফএইচআর