রাজনীতি

ফেসবুক বায়ো: তোপের মুখে ছাত্রদলের সাধারণ সম্পাদক

ময়ূখ

ডিবিসি নিউজ

রবিবার ২০শে অক্টোবর ২০১৯ ০২:২৫:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজের ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে "৭৫' এর হাতিয়ার গর্জে উঠুক আরেক' বার" এমন বাক্য লিখে তোপের মুখে পড়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এ ঘটনায় ইকবাল হোসেন শ্যামলকে গ্রেপ্তারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ছাত্রনেতৃবৃন্দ। 

মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে সমর্থন দেয়া ও মুক্তিযুদ্ধকে অবমাননা করায় ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অবাঞ্চিত করা হোক। এজন্য রবিবার সংবাদ সম্মেলনও ডেকেছে তারা। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন,  'ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে জাতির পিতার হত্যাকারীদের অনুসারী হিসেবে গ্রেফতার করা সময়ের দাবি। আইন শৃংখলা রক্ষাকারী সংস্থাদের কাছে অনুরোধ, অবিলম্বে ইকবাল হোসেন শ্যামলকে গ্রেফতার করা হোক। এবং সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর অনুরোধ, শ্যামলের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক।'

আরও পড়ুন