বিবিধ, লাইফস্টাইল

ফ্যানের গতি কমালে কি বিদ্যুৎ বিল কমে?

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে এপ্রিল ২০২৪ ০২:৩২:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীতে ফ্যান চালানোর তেমন কোনো প্রয়েজেন হয় না। এজন্যই স্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল কমে আসে। অন্যদিকে গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।

বৈশাখের শুরু থেকে চলছে গরমের দাপট। তবে এই গরমই শেষ নয়। আবহাওয়া অফিসের মতে, এই অবস্থা চলবে আরও অনেকটা সময়। এমন আবহে এসি-ফ্যান ছাড়া থাকার কোনো সুযোগ নেই প্রায়। আর গরমকাল মানেই সেই দিনরাত মাথার উপর বোঁ বোঁ করে ঘুরছে ফ্যান। তবে এর ফলে ক্রমশ গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিদ্যুৎ বিল।

 

আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে, পাখা বা ফ্যানের গতি কমিয়ে দিলেই বিদ্যুৎ বিল কম আসে। এজন্য রেগুলেটর ৫ এর পরিবর্তে ৪ নম্বরে রেখে ফ্যান চালানোর কথা বলা হয় অনেক সময়। প্রশ্ন হল, কম স্পিডে ফ্যান চালালে বিদ্যুৎ বিল কি কমে যায়? চলুন এ সম্পর্কে বিস্তারিত বাস্তব জেনে নেয়া যাক।

 

রেগুলেটর বেশিরভাগ ক্ষেত্রেই ভোল্টেজ কমিয়ে দেয়, যাতে আপনার ফ্যান কম শক্তি খরচ করে। কিন্তু এটি কোনোভাবেই বিদ্যুৎ সাশ্রয় করে না। এটি শুধুমাত্র একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। অতএব, আপনি যদি মনে করেন যে ২ বা ৩ নম্বরে ফ্যান চালালে কম বিদ্যুৎ খরচ হবে, তবে তা মোটেও সঠিক নয়। এটি ৫ নম্বর গতির সমান বিদ্যুৎ খরচ করবে।

 

রেগুলেটর যে কোনো ফ্যানেরই গতি নিয়ন্ত্রণ করে। এবার এই রেগুলেটরটি কেমন তার ওপর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়। বাজারে দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়। এর মধ্যে এক ধরনের রেগুলেটর ফ্যানের গতির পাশাপাশি বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণ করে। বলা হয় এই ধরনের রেগুলেটর থাকলে ফ্যানের গতি কম রাখলে বিদ্যুৎ বিল কমে আসবে।

 

অন্যদিকে, অন্য বেশ কিছু ধরনের রেগুলেটরের ক্ষেত্রে কিন্তু কোনো বিদ্যুৎ সাশ্রয় হয় না। অর্থাৎ, সেই ক্ষেত্রে আপনি ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার বিদ্যুৎ খরচ প্রভাবিত হয় না।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন