বাংলাদেশ, জাতীয়

ফ্যাসিবাদ দমনে যেন আবার ১৬ বছর অপেক্ষা করতে না হয়: ড. ইউনূস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ০২:৪৪:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে আর কোনোদিন যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বলেছেন, ফ্যাসিবাদ দমনে যেনো আবারো ১৬ বছর অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান' কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অনেক রক্তনদী পেরিয়ে পতন হয় শেখ হাইসনা সরকারের। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছড়লে ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পথচলা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপর নানা সংস্কার, বিচার এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে  একবছর পার করতে যাচ্ছে বাংলাদেশ।

 

এই অবস্থায় পহেলা জুলাই থেকে মাসব্যাপী ’জুলাই অভ্যুত্থান পুনরুত্থান’ কর্মসূচির আয়োজন করে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস।

 

সম্ভাবনা থাকলেও, সামনে পথ কঠিন উল্লেখ করে সংস্কারের সুযোগকে হারিয়ে না ফেলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের জন্মের আগেই তা প্রতিহত করতে হবে। যাতে আবারো ১৬ বছর অপেক্ষা কর না হয়, যোগ করেন প্রধান উপদেষ্টা।

 

জুলাই অভ্যুত্থানের প্রতিটি ঘটনা ধারণ করে সবাইকে আবারো নতুন করে জেগে ওঠার আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন