ফ্যাসিস্টদের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন,ফ্যাসিস্টদের সাথে সম্পর্ক থাকলে সভাপতি হতে পারতাম না।
শনিবার (৩রা মে) তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টের ফাইনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন তেমন কোনো বিষয় থাকলে বর্তমান সরকারের সময়ে তার পক্ষে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসা সম্ভব হতো না। এসময় সমালোচনার পাশাপাশি ভাল কাজ গুলোকেও গণমাধ্যমে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনও বহাল আছে বলেও জানান বিসিবি সভাপতি৷
ডিবিসি/ অমিত