আগামী ২১ থেকে ২৪শে এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসছে বস্ত্র ও পোশাক শিল্পের ট্যাকনিক্যাল টেক্সটাইল ও টেকনোলজি প্রদর্শনী ‘মেসি ফ্রাঙ্কফুর্ট ২০২৬’।
এই প্রদর্শনীতে ইউরোপ, আমেরিকা, চীন, জাপানসহ সম্ভাবনাময় রপ্তানি বাজারের নামিদামি ব্র্যান্ড ও বায়াররা অংশ নেবেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে মেসি ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, ২০২৬-এর প্রদর্শনীতে বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে। এর আগে গত বছর রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ-এর যৌথ উদ্যোগে বস্ত্র ও পোশাক শিল্পের বাংলাদেশি ৫টি শীর্ষ প্রতিষ্ঠানের সাফল্য প্রদর্শিত হয়।
এবার বেলজিয়াম, ফ্রান্স, চীন, ইতালি, তাইওয়ানসহ ১৪টি দেশের প্যাভিলিয়নে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রদর্শনীতে নির্ধারিত ফি জমা দিয়ে স্টল নিতে পারবেন অংশগ্রহণকারীরা এবং প্রবেশ ফি দিয়ে মেলা পরিদর্শন করা যাবে।
ডিবিসি/ এইচএপি