ইউরোপজুড়ে চলছে এক নজিরবিহীন তাপপ্রবাহ। মহাদেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন দেশে তাপমাত্রা ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল ও গ্রিসসহ বহু দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে।
ফ্রান্সের পরিস্থিতি সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানী প্যারিসসহ দেশটির ১৬টি অঞ্চলে সর্বোচ্চ 'রেড অ্যালার্ট' জারি করা হয়। এর পাশাপাশি আরও ৬৮টি অঞ্চলকে কম ঝুঁকির 'অরেঞ্জ অ্যালার্ট'-এর আওতায় রাখা হয়েছে।
এর আগে সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টি অঞ্চলের মধ্যে ৮৪টিতেই 'অরেঞ্জ অ্যালার্ট' জারি ছিল। দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এই পরিস্থিতিকে 'নজিরবিহীন' বলে আখ্যায়িত করেছেন।
তাপপ্রবাহের তীব্রতার কারণে ফ্রান্সজুড়ে প্রায় ২০০টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রেড অ্যালার্ট কার্যকর হবে।
তীব্র গরমের কারণে রোববার দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় কয়েকটি বনে আগুন লাগার ঘটনাও ঘটেছে, যার ফলে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয় এবং একটি মোটরওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্রান্স ছাড়াও স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়াসহ বলকান অঞ্চলের দেশগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তুরস্কে দাবানলের খবর পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে, আক্রান্ত দেশগুলোতে জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে, বিশেষ করে শিশু ও বয়স্কদের, যতটা সম্ভব ঘরের ভেতরে এবং শীতল স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে এই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
তথ্যসূত্র বিবিসি বাংলা।
ডিবিসি/এমইউএ