আন্তর্জাতিক, এশিয়া

ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমানের প্রথম বহর পেল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়া ফ্রান্সের কাছ থেকে তিনটি রাফাল যুদ্ধবিমান গ্রহণ করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির অধীনে এটিই প্রথম চালান।

সোমবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির পুরনো সামরিক সরঞ্জাম এবং বিমানবাহিনীর আধুনিকায়নে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাজ এক বার্তায় জানান, "বিমানগুলো হস্তান্তর করা হয়েছে এবং ইন্দোনেশিয়ান বিমান বাহিনী ব্যবহারের জন্য প্রস্তুত।" তিনি নিশ্চিত করেন যে, তিনটি বিমান শুক্রবার এসে পৌঁছেছে এবং বর্তমানে সুমাত্রা দ্বীপের পেকানবারুতে অবস্থিত রোয়েসমিন নুরজাদিন বিমান ঘাঁটিতে রাখা হয়েছে।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফরাসি অস্ত্রের প্রধান ক্রেতা ইন্দোনেশিয়া ডাসাল্ট এভিয়েশনের তৈরি মোট ৪২টি রাফাল যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। ২০২২ সালে ফ্রান্সের সাথে ৮.১ বিলিয়ন ডলারের চুক্তি এবং গত বছর তা সম্প্রসারণের পর এই প্রথম অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো হাতে পেল জাকার্তা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক স্পেশাল ফোর্সেস কমান্ডার প্রাবোও সুবিয়ান্টোর অধীনে প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

 

মুখপাত্র সিরাজ আরও জানান, এই বছরের শেষের দিকে আরও যুদ্ধবিমান আসার কথা রয়েছে, তবে এর সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি।

 

ইন্দোনেশিয়া বর্তমানে তাদের বিমানবাহিনীকে ঢেলে সাজাতে আন্তর্জাতিক বাজারে অন্যতম বড় ক্রেতা হিসেবে অবস্থান করছে। রাফাল ছাড়াও তারা চীনের জে-১০ এবং যুক্তরাষ্ট্রের এফ-১৫ইএক্স যুদ্ধবিমানের বিষয়টি বিবেচনা করছে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তুরস্কের সাথে পঞ্চম প্রজন্মের ৪৮টি 'কান' যুদ্ধবিমান কেনার চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি। এর পাশাপাশি যুদ্ধবিমান ও ড্রোন ক্রয়ের বিষয়ে পাকিস্তানের সাথেও জাকার্তার আলোচনা চলছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন