খেলাধুলা, ক্রিকেট

ফ্রেজার ব্যাটিংয়ে মুগ্ধ ক্লার্ক,চান বিশ্বকাপ মঞ্চে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে এপ্রিল ২০২৪ ০৭:১৭:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন পাওয়ার হিটার ম্যাকগার্কের আইপিএল পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলে ম্যাকগার্ককে অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় ম্যাকগার্ক তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের দারুণ চমক দেখিয়েছেন। তিনি ৫টি ম্যাচে ২৪৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি অর্ধ-শতক। 

 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক ম্যাচেই চমক দেখান তিনি। তিন নম্বরে নেমে ১৫৭ স্ট্রাইক রেটে ২টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

 

এরপর সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে নিজের ভয়ংকর রূপ দেখান ম্যাকগার্ক। ৩৬১ স্ট্রাইক রেটে ৫টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে ৬৫ রান করেন তিনি। ঐ ম্যাচে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করে এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এ ম্যাচেই থেমে যায়নি ম্যাকগর্কের পাওয়ার হিটিং।

 

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনার হিসেবে নামেন ম্যাকগার্ক। এবার মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করে আবারও ১৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। নিজের রেকর্ড স্পর্শ করা ম্যাচে ৩১১ স্ট্রাইক রেটে ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ম্যাকগার্ক।

 

ক্লার্ক মনে করেন, ম্যাকগার্কের ব্যাটিং বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান সম্পদ হতে পারে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, ওয়েস্ট ইন্ডিজের স্লোয়ার উইকেটে ম্যাকগার্কের পাওয়ার হিটিং বেশ কার্যকর হতে পারে।

 

ক্লার্ক আরও বলেছেন, ম্যাকগার্ক একজন অবিশ্বাস্য প্রতিভান খেলোয়াড়। সে দ্রুত রান করতে পারে এবং বড় শট মারতে পারে। সত্যি বলতে, সে যেভাবে খেলছে তাকে বাদ দেওয়া কঠিন। এই সংবাদটি অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন যে, ম্যাকগার্ক যদি বিশ্বকাপে খেলার সুযোগ পান তাহলে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে।

 

ডিবিসি/ এমএস

আরও পড়ুন