নতুন বছরে শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব শহরের সম্মাননা পেল রাজশাহী সিটি কর্পোরেশন।
রাজশাহীকে ‘ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার ২০২০-এর’ এ সম্মাননা দিলো চ্যানেল আই। চ্যানেল আই প্রকৃতি মেলা ১০ম বছরের মতো আয়োজন করে এ অনুষ্ঠানের। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহর রাজশাহীকে দেয়া হলো এই পদক।
পদক গ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন। পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে রয়েছে প্রকৃতি বিষয়ক নানান আয়োজন। আছে সাংস্কৃতিক আয়োজনও।