রাজধানী, অমর একুশে গ্রন্থমেলা

বইমেলার ১৮তম দিন আজ, ছুটির দিন সকালে শিশু প্রহর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা মার্চ ২০২২ ০৪:৪৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বইমেলার ১৮ তম দিন আজ। ছুটির দিন হওয়ায় সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে শিশু প্রহর আর বিকেল থেকে মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য, থাকবে নানান আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার পর্যন্ত গল্প-কবিতা মিলিয়ে নতুন ১০৮টি বইসহ এ পর্যন্ত মেলায় এসেছে ১ হাজার ৮১৭টি বই।

উপন্যাস আর গল্পগ্রন্থই সবার পছন্দের তালিকায় শীর্ষে। এবার কবিতার বইও কিনছেন অনেকেই। নবীন লেখকদের বইও কিনছেন অনেকে। তবে বই মানসম্মত হওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন পাঠকরা। পাশাপাশি প্রবন্ধ আর মুক্তিযুদ্ধের বইও রয়েছে পাঠকের পছন্দে।

প্রকাশকরা জানিয়েছেন, কয়েকদিন আগের তুলনায় মেলায় বইপ্রেমিদের উপস্থিতি চোখে পড়ার মতো। সামনে আরও নতুন বই প্রকাশের কথাও জানান তারা। একই সঙ্গে বিক্রি বাড়বে বলেও আশা তাদের।

ছুটির দিনের সকাল শিশুপ্রহরে শিশুরাজ্যে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যানের অংশ। তাদের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয় সিসিমপুরের হালুম, টুকটুকিদের লাইভ পারফরম্যান্স।

আরও পড়ুন