বাংলাদেশ, জেলার সংবাদ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জানুয়ারী ২০২৬ ০৪:৪৬:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৭ই জানুয়ারি) সকাল থেকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত 'মাহমুদ ডেনিম লিমিটেড' কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


কারখানা সূত্রে জানা যায়, মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। শ্রমিকরা একাধিকবার বকেয়া বেতনের দাবি জানালেও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ বুধবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে উত্তেজিত শ্রমিকরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকের সামনে গিয়ে পুনরায় অবস্থান নেন।


আন্দোলনরত শ্রমিক মোহাম্মদ মাহাদি বলেন, গত তিন মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা ভাড়ার জন্য খুব চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খেতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


রুজিনা খাতুন নামে আরেক শ্রমিক আক্ষেপ করে বলেন, তিন মাস বেতন বাকি থাকলেও আমরা কাজ চালিয়ে গেছি। আমাদের ঘাম ঝরানো টাকা দিয়ে মালিকপক্ষ ভালো থাকলেও আমরা কীভাবে বেঁচে আছি, কী খাচ্ছি- সেই খবর কেউ নিচ্ছে না।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন