রাজনীতি, জেলার সংবাদ

বগুড়ায় আ. লীগের সভাপতি মজনু ও সম্পাদক রিপু

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ০৫:৫২:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মজিবুর রহমান মজনুকে সভাপতি ও রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার, অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মঞ্চেই নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার মূল হোতা হিসেবে আখ্যায়িত করে, জিয়ার অপকর্ম আইনী প্রক্রিয়ায় প্রকাশ করার জন্য আলাদা কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, কেন্দ্রীয় নেতা রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা, নুরুল ইসলাম ঠাণ্ডু।

প্রথম অধিবেশন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে সম্মেলনের সভামঞ্চেই নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়। সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ছাড়াও নতুন কমিটির সহ-সভাপতি পদে টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় ও একেএম আসাদুর রহমান দুলু এবং কোষাধ্যক্ষ পদে মাছুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়।

১৯৯১ সালের সম্মেলনে প্রয়াত নেতা মমতাজ উদ্দীন নির্বাচিত হয়েছিলেন এই গুরুত্বপূর্ণ জেলার সভাপতি। তার থেকে ২০১৯ পর্যন্ত তিনিই আঁকড়ে ছিলেন দলের সভাপতির পদ। গত ফেব্রুয়ারিতে তার মৃত্যুর পর কে হবেন নতুন কমিটির সভাপতি তা নিয়ে ছিলো নানা কৌতুহল।

সম্মেলন আয়োজনের পুরো সময় পরিস্থিতি শান্ত থাকলেও, নতুন কমিটি ঘোষণার পর কিছু ক্ষুব্ধ নেতাকর্মী সভাস্থলে চেয়ার ছোঁড়াছুড়ি ও ভাংচুরে লিপ্ত হন। পরে, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন