বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

বগুড়ায় দিনদুপুরে বাস ছিনতাই, লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই জুলাই ২০২৪ ০৬:২২:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার শেরপু‌রে ছিনতাইয়ের চেষ্টার সময় আত‌ঙ্কে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা (২০) না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বাস ছিনতাই চেষ্টার সঙ্গে জ‌ড়িত র‌নি মোল্লা (২৯) নামে এক যুবককে আটক ক‌রে‌ছে পু‌লিশ। নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দে‌শের শিক্ষার্থী ছিলেন।

 

জানা গে‌ছে, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে যান। এ সময় বা‌সের ম‌ধ্যে ওই শিক্ষার্থীসহ আরও তিন নারী যাত্রী ছি‌লেন। কিছুক্ষণ পর র‌নি মোল্লা নামে এক যুবক ট্রায়াল দেওয়ার কথা ব‌লে বাস নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হন। 
 

এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকেন। এ সময় বা‌সের ভেত‌রের চারজন যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কেন এবং তাকে গাড়ির গতি কমাতে বলেন। কিন্তু তিনি যাত্রী‌দের কোনো কথা না শু‌নে বাস চালা‌তে থা‌কেন। এ সময় বাসটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়েন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে তার মৃত্যু হয়।

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়েছিলেন। ওই গাড়ির স্টে‌য়ারিংয়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে জ‌ড়িত‌কে আটক করা হয়। ওই এলাকা‌তেই রনির বাসা।

 

তিনি আরও বলেন, বাস‌টি‌র ভেতর তিনজন নারী যাত্রী পাই, তারা আমা‌দের ঘটনার বিস্তারিত জানান। প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে রনি বগুড়ায় আস‌ছি‌ল। সে একজন ট্রাকচালক। তা‌কে শেরপুর হাইও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হন্তান্ত‌র করা হ‌য়ে‌ছে। হাইওয়ে থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন