বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে এক ব্যক্তি তার অভিযোগ উপস্থাপনের সুযোগ না পেয়ে মঞ্চের দিকে স্যান্ডেল ছুড়ে মেরেছেন। রবিবার (৯ই আগস্ট) শহরের শহিদ টিটু মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠান শুরুর আগে সাখাওয়াত হোসেন মোল্লা নামের ওই বৃদ্ধ তার অভিযোগ জানানোর সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হন। একপর্যায়ে মঞ্চ লক্ষ্য করে স্যান্ডেল নিক্ষেপ করলে মিলনায়তনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এরপর পরিস্থিতি শান্ত হয় এবং শুনানি কার্যক্রম অব্যাহত থাকে।
এদিন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন স্বীকার করেন, খোদ দুদকের অভ্যন্তরেও দুর্নীতি ও আচরণগত সমস্যা রয়েছে। একইসাথে, গণশুনানিতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটকের নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুর্নীতি আমাদের মধ্যেও আছে, আচরণেও সমস্যা আছে। জনগণের সহযোগিতায় এগুলো ধীরে ধীরে সমাধান করা হবে।" তিনি সাধারণ মানুষকে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমের ওপর নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, "আমরা কি করি সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি সেটার দিকে নজর রাখতে হবে।" ড. মোমেন সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চলা এই গণশুনানিতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ৩২টি দপ্তরের বিরুদ্ধে মোট ৯৭টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৫৭টি অভিযোগের শুনানি হয়। শুনানি চলাকালে 'প্রফেশনাল ইউনিভার্সিটি' নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ ছাত্র ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক চেয়ারম্যানের নির্দেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা রাব্বি ও সোহেলকে পুলিশ আটক করে। এছাড়া, অভিযোগের ব্যাখ্যা দিতে অনুপস্থিত থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় এক কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
ডিবিসি/এমএআর