বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় নারীকে শ্বাসরোধ করে হত্যার পর সিন্দুক ভেঙ্গে ৭ লাখ টাকা লুট

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই অক্টোবর ২০২৫ ১২:৩৮:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় একদল ডাকাত এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর সিন্দুক ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) রাত ৩টার দিকে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে।

নিহত নারীর নাম বিমলা পোদ্দার। পুলিশ শুক্রবার (১৭ই অক্টোবর) সকালে নিহত নারীর লাশ উদ্ধার করেছে।

 

ডাকাত দলের সদস্যরা বাড়ির অন্য সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায় বলে জানা গেছে। তবে, পুলিশ কর্মকর্তারা হত্যা এবং লুটপাটের কথা স্বীকার করলেও ঘটনাটি ডাকাতরা ঘটিয়েছে কি’না সে ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করতে চাননি। তারা বলছেন, তদন্ত ছাড়া এটি বলা সম্ভব নয়।

 

এলাকাবাসী জানান, তালোড়া বাজার এরাকায় মৃদ রাধে শ্যাম পোদ্দারের পাঁচ সন্তান পেশায় ব্যবসায়ী। তাদের সবাই চির কুমার। দোতলা বাড়িটির নিচতলায় ভুষি ও খৈল এর দোকান এবং গুদাম রয়েছে। বাড়িটির দ্বিতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। নিহত বিমলা পোদ্দারের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৫/৭জনের একদল মুখোশধারী ছাদ বেয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্রের মুখে তারা পরিবারের সব সদস্যের হাত ও পা বেঁধে ফেলে। তখন বিমলা বাধা দিতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দুর্বৃত্তরা সিন্দুক ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকা লুট করে চলে যায়। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন