বগুড়ায় বাণিজ্যিক গাড়ির শোরুম উদ্বোধন করেছে টাটা ও নিটল মটরস।
বগুড়ায় এই শোরুম চালুর ফলে উত্তরের মানুষ সহজে টাটা-নিটলের সব ধরনের সুবিধা নিতে পারবেন বলে জানান টাটার কর্মকর্তারা।
দুপুরে শহরের মাটিডালি মোড়ে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় শোরুমটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাটা মটরসের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মাধু প্রকাশ সিং, নিটল মটরসের সিইও মোহাম্মদ তানবীর শহীদ, বগুড়ার চ্যানেল পার্টনার মতিয়ার রহমান পাইকার।