বগুড়া-৬ সদর নির্বাচনি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে হোটেল নাজ গার্ডেনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়ার মোকামতলা বন্দরে ধানের শীষের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। এসময় তিনি বলেন, বিগত সময়ে বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সাধ্যমতো এলাকার উন্নয়নে কাজ করেছে। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি নিজেকে বগুড়ার সন্তান হিসেবে পরিচয় দেন এবং দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
বগুড়াকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে এখানকার সাধারণ মানুষ প্রমাণ করে দেবে যে, বগুড়া বিএনপির অত্যন্ত শক্ত ঘাঁটি। তার আগমনকে কেন্দ্র করে পথসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে একনজর দেখার জন্য ভিড় জমান এবং মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে উষ্ণ অভিবাদন জানান।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তারেক রহমান সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন। বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন যেখানে সমাজের প্রতিটি মানুষ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে।
ডিবিসি/টিবিএ