বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় লেকে মিলল নিখোঁজ ঢাবি সাবেক শিক্ষার্থীর লাশ

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০৪:৩৩:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিখোঁজ হওয়ার তিন দিন পর বগুড়ার একটি লেক থেকে হাসিন রাইহান সৌমিক (৩০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯শে জুন) সকালে শাজাহানপুর উপজেলার বগুড়া বোট ক্লাবের লেক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৬শে জুন সন্ধ্যায় হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরদিন তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রবিবার সকালে বোট ক্লাবের লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হাসিন রাইহানের বলে শনাক্ত করেন।

 

পরিবারের সদস্যদের অভিযোগ, সৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। তারা জানান, সৌমিক অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিলেন এবং তার কোনো শত্রু ছিল না। তবে ঈদের আগের দিন তাদের ফ্ল্যাটের ওপরতলার এসির পানি পড়া নিয়ে অন্য এক ফ্ল্যাটের বাসিন্দার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সৌমিকের সাথে সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিবারের ধারণা, সেই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হতে পারে।

 

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রয়োজন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন