জেলার সংবাদ, সংস্কৃতি

বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক নাটক 'স্বপ্ন ছোঁয়া খোকা'

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৯ই ডিসেম্বর ২০২০ ০৩:৪২:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধায় মঞ্চায়িত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক নাটক 'স্বপ্ন ছোঁয়া খোকা'।

এক দাদিমা ও টুঙ্গিপাড়ার প্রতিবাদী খোকার জীবনধারাকে গল্পে গল্পে তুলে ধরেন নতুন প্রজন্মের সামনে। তার গল্পের চরিত্রগুলো মঞ্চে একদিকে বিশ্ব মানবতার প্রতীক বঙ্গবন্ধুকে তুলে ধরেন। অন্যদিকে ষড়যন্ত্রকারীরা কিভাবে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের মাধ্যমে স্বপরিবারে রক্তের স্রোতে ভাসায় জাতির পিতাকে সেই দৃশ্য উঠে আসে।

জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আমিন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয় নাটকটির দু'দিনের মঞ্চায়ন। সমাপণী দিনে শিল্পী কুশলীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রাফিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক অমিতাভ দাশ হিমু, বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

আরও পড়ুন