নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল আয়োজন করায় পুলিশ এক যুবলীগ নেতা, একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনসহ মোট তিনজনকে আটক করেছে। আয়োজক সংগঠনটি আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন, যাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১৬ই আগস্ট) রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে, একই দিন বিকেল সোয়া পাঁচটার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 'সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন'-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া শুক্রবার গভীর রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তিনজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ডিবিসি/এনএসএফ