বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক এবং জেনারেল জিয়ার সরকার যে কোন প্রতিবাদ দমন করেছে নির্মমভাবে। কিন্তু, তারপরেও নৃশংস এ হত্যার-প্রতিবাদের পাশাপাশি হয়েছে প্রতিরোধ যুদ্ধও। শিল্প সাহিত্য সংস্কৃতির জগতেও প্রতিবাদ হয়েছে। যখন বঙ্গবন্ধু শব্দটাই উচ্চারণ নিষিদ্ধ ছিল তখন প্রতিবাদী কবিতা লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সারা দেশে স্টিমরোলার চালায় সামরিক সরকার। যেকোনো প্রতিবাদই বন্দুকের নলের মুখে দমন করে তারা। টুটি চেপে ধরা গণমাধ্যমেও ছাপতে দেয়া হয়নি কোনও প্রতিবাদের সংবাদ। সেই অন্ধকার সময়ে জাতির পিতা হত্যার প্রতিবাদ কবিতার পঙতিতে ছড়িয়ে দিলেন অকুতোভয় কবি নির্মলেন্দু গুণ।
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী কবি নির্মলেন্দু গুণ বলেন, 'দীর্ঘদিন বঙ্গবন্ধুকে নিয়ে কোনও কবিতা সম্ভব ছিল না আমাদের জন্য। তাঁর এ নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করাও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আমাদের জন্য। এরকম দমবন্ধ করা সময়েও ১৯৭৭ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করেছিলাম।'
জেনারেল জিয়া সরকারের ভয়ে যখন সবাই তটস্থ, তখন সকল ভয়ভীতি তুচ্ছ করে বইমেলার অনুষ্ঠানে প্রকাশ্যে কবি আবৃত্তি করলেন 'আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। '
পরবর্তীতে এই কবিতা তরুণ সাংস্কৃতিক কর্মীরা লিফলেট আকারে ছড়িয়ে দেন সারা দেশে।