বাংলাদেশ, জাতীয়

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ১০:৪৬:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতে মোংলা বন্দর সংলগ্ন গভীর সাগর থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনী সূত্র অনুযায়ী, "এফবি পারমিতা" নামের ভারতীয় ট্রলারটি মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশের জলসীমার ভেতর মাছ ধরছিল। নৌবাহিনীর টহল দল তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দিগরাজ নৌ-ঘাটিতে নিয়ে আসে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় নিশ্চিত করার পর আজ সন্ধ্যায় তাদের মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ট্রলারটিতে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে।


উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১৪ জুলাইও নৌবাহিনী "এফবি ঝড়" ও "এফবি মঙ্গল চন্ডি" নামক দুটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে একই অভিযোগে আটক করেছিল। 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন