বিবিধ

বছরের সবচেয়ে দূরবর্তী পূর্ণিমা ‘বাক মুন’ দেখা যাবে এই সপ্তাহে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ১০:২৪:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকাশপ্রেমী এবং ছবি তুলতে ভালোবাসেন এমন মানুষের জন্য সুখবর। এই বুধবার, ১০ই জুলাই, রাতের আকাশে দেখা যাবে জুলাই মাসের পূর্ণিমা, যা ‘বাক মুন’ (Buck Moon) নামে পরিচিত। এই বছরের ‘বাক মুন’-এর একটি বিশেষত্ব রয়েছে- এটি হবে ২০২৫ সালে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী পূর্ণিমা।

কখন এবং কীভাবে দেখা যাবে?


যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর দুই বিপরীত দিকে অবস্থান করে, তখন পৃথিবী থেকে চাঁদকে একটি সম্পূর্ণ আলোকিত থালার মতো দেখায়, যাকে আমরা পূর্ণিমা বলি। আগামী বুধবার, ১০ই জুলাই রাতে এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বিশ্ব। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই দর্শনীয় পূর্ণিমা উপভোগ করা যাবে।

 

কেন এটি বছরের সবচেয়ে দূরবর্তী পূর্ণিমা?


এই পূর্ণিমাটি এমন এক সময়ে ঘটছে, যার কিছুদিন আগেই পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে (অপসূর বা Aphelion) পৌঁছেছে। এই দুই ঘটনা কাছাকাছি সময়ে ঘটায়, এ বছরের ‘বাক মুন’ সূর্য থেকে বছরের অন্যান্য পূর্ণিমার তুলনায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে।

 

‘বাক মুন’ নামটি কেন?


এই পূর্ণিমার নামকরণ উত্তর আমেরিকার সংস্কৃতির সঙ্গে জড়িত। বছরের এই সময়ে পুরুষ হরিণদের (যাদের Buck বলা হয়) নতুন শিং গজায়। সেই অনুষঙ্গেই জুলাই মাসের পূর্ণিমার নামকরণ করা হয়েছে ‘বাক মুন’।

 

এছাড়া এটিকে ‘থান্ডার মুন’ (Thunder Moon) বা 'বজ্রপূর্ণিমা'ও বলা হয়, কারণ উত্তর আমেরিকার অনেক অঞ্চলে জুলাই মাসে গ্রীষ্মকালীন বজ্রসহ ঝড়বৃষ্টি হয়।


তথ্যসূত্র স্পেস ডট কম
 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন