আন্তর্জাতিক, ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা; নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে মে ২০২৫ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া ইউক্রেনে তিন বছরের যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। টানা দ্বিতীয় রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী এবং অন্যান্য অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। খবর সিএনএন এর।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৫শে মে) রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। অথচ তার কিছু আগেই যুদ্ধের সবচেয়ে বড় বন্দী বিনিময় করেছিল ইউক্রেন-রাশিয়া। কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন জুড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ার সাথে সাথে রাশিয়া ইউক্রেনে বিমান হামলা তীব্রতর করেছে।

 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ইউক্রেনের ২২টি স্থানে ৩৬৭টি বিমান হামলার অস্ত্র, ৬৯টি ক্ষেপণাস্ত্র এবং ২৯৮টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তারা আরও জানিয়েছে যে, এর মধ্যে ৪৭টি ক্ষেপণাস্ত্র এবং ২৬৬টি ড্রোনকে প্রতিহত করা হয়েছে।

 

ইউক্রেনের উপর রাশিয়ার পূর্ববর্তী রেকর্ড-ব্রেকিং বিমান হামলাটি ছিল গত সপ্তাহে যখন রাশিয়া এক রাতে ২৭৩টি ড্রোন উৎক্ষেপণ করেছিল।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, "একটি নিদ্রাহীন রাতের পর ইউক্রেনে রবিবারের একটি কঠিন সকাল। বহু সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় রাশিয়ান বিমান হামলা সারা রাত ধরে চলেছিল।"

 

রাজধানী কিয়েভে, বিমান হামলার সাইরেন ঘণ্টার পর ঘণ্টা বাজছিল এবং রবিবার ভোরে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার জন্য সতর্ক করা হয়েছিল কারণ কর্মকর্তারা জানিয়েছেন যে শহরটি টানা দ্বিতীয় রাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। রাশিয়া ড্রোন এবং রকেট ব্যবহার করে আক্রমণ চালানোর ফলে একাধিক জেলার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন