আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত গাজা: তাঁবু ডুবে চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৭:৫১:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র শীতকালীন ঝড় ‘বাইরন’-এর আঘাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দেখা দিয়েছে নতুন মানবিক বিপর্যয়। প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় তলিয়ে গেছে বাস্তুচ্যুতদের অসংখ্য তাঁবু। নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যার পানির মধ্যেই ছুটছে হাজার হাজার অসহায় পরিবার।

কর্মকর্তারা সতর্ক করেছেন , শুক্রবার পর্যন্ত এই ঝড় অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আকস্মিক বন্যা, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, যা গত দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।

 

সরেজমিন পরিস্থিতি গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে অসংখ্য জরুরি কল পাচ্ছে।

 

বহু পরিবার তাদের তাঁবুতে বৃষ্টির পানিতে আটকা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বন্যার পানি থেকে বাঁচতে মরিয়া হয়ে তাঁবুর চারপাশে নালা তৈরি করছেন ফিলিস্তিনিরা। 

 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো মূলত খোলা ও নিচু জমিতে তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেও সেখানে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

 

চরম ঝুঁকিতে লাখো মানুষ জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্যমতে, ৭৬১টি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৮ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন। এর আগে বন্যায় প্রায় ২শ'টি ঝুঁকিপূর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, যাতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। অধিকাংশ তাঁবু জরাজীর্ণ ও দুর্বল হওয়ায় তা প্রবল বৃষ্টি ও বাতাস ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন