আন্তর্জাতিক, এশিয়া

বন্যা ও তীব্র শীতে গাজাবাসীর জীবনে নতুন বিপর্যয়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই ফিলিস্তিনের গাজাবাসীরা বন্যা ও তীব্র শীতের কারণে নতুন করে চরম দুর্দশার মুখে পড়েছেন।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং কনকনে ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। অস্থায়ী তাবুগুলো কাদার স্তূপে পরিণত হয়েছে এবং তা রক্ষায় প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। 

 

মধ্য গাজার আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যার পানি কিছুটা কমলেও জমে থাকা কাদায় জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। এক বাসিন্দা জানান, আমাদের অবস্থা অসহনীয়। হাতিয়ার বলতে শুধু একটি কোদাল, এটি দিয়েই পানি সরিয়ে বালির বাঁধ দিচ্ছি। এছাড়া আর কিছু করার নেই আমাদের। অসহায় এসব মানুষ এখন আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে আছেন। এক ভুক্তভোগী বলেন, বিশ্বকে বলছি, আমাদের পাশে দাঁড়ান। দেখুন কতটা অসহায় আমরা।

 

জাতিসংঘ জানিয়েছে, জরুরি সামগ্রীসহ ত্রাণ কর্মীদের প্রবেশে ইসরায়েলি সেনারা বাধা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এই বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে ইসরায়েলি সেনারা সামরিক অভিযানের নামে নির্বিচারে গুলি ও উচ্ছেদ চালাচ্ছে এবং জেনিন ও তুবাস শহর অবরুদ্ধ করে রেখেছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন